মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

মৌমিত্র

কবির ছায়া হলে কায়া পেয়ে যাবে মৌমিত্র
এই শহর অনেক বছর ধরে মারা যাচ্ছে
এই শহর শুদ্ধতার স্লোগানে আগরবাতি জ্বেলে জ্বেলে ভুল করে
এই শহরে কিছু মুখ হুবহু মানুষের মতো কিন্তু তারা মানুষ নয়
কবির কলমের চোখ মানুষ চিনে, কবির কলম তোমাকে নদীপথের কাব্যজোয়ার দেখাবে মৌমিত্র

রাত হলেই যারা ঘুমাতে যায়, রাত হলেই যারা সুপারিশ নামায় সই করে, রাত হলেই যারা শিয়াল বনে যায়-- কবি তাদের শব্দ দিয়ে চিনে, মৌমিত্র তুমি কবির সাথে থাকো, কবির শব্দের সাথে থাকো

দিনের পাখায় কোলাহল
রাতের ঘরে জল নেই
বাতাসে সেটেলাইট ভীড়

তাহলে কবিকে কোথায় পাবে?

কবিকে পাবে সবুজ পাতার শিরা উপশিরায়, কবিকে পাবে খুব গহীনে শব্দের বাজারে ভাবের টঙে

কবি কখনো মারা যায় না, কবিকে নখের আদর দাও, কবিকে নদী চিনতে দাও, চিনতে দাও নদীর জোয়ার নদীর ভাটা।

কবি তোমাকে মারবে না মৌমিত্র, কবি বন্টনে সিকিপয়সা বেশি নিবে না, কবি তোমাকে বাঁচতে শিখাবে, কবি তোমার ছায়া নিয়ে দোকান বসাবে না মৌমিত্র, তোমার ছায়ায় জীবন দিবে, তোমার ছায়া কায়া হয়ে মানুষের মিছিলে যাবে, সেই সব মানুষের মিছিলে যাদের মুখে রোদের কড়া ঘ্রান, যাদের হাতে শ্রমের অনিবার্য ফোস্কাছাপ।

মৌমিত্র, কবির অভিশাপে পৃথিবীতে দুর্যোগ নামে, তুমি হাঁটতে পারবে না, তোমাদের পোষা বিড়াল হাঁটতে পারবে না, তোমাদের সাহিত্য সভা হাঁটতে পারবে না।

তোমার হাঁটা খুব দরকার মৌমিত্র, তুমি হাঁটলে অনেক বাতাস বয়ে যায় নিরলে নিরলে, অনেক শান্তির বাতাস, অনেক শান্তির বাতাস, শান্তি, বাতাস, শান্তি, বাতাস, শান্তি শান্তি।

এখনি তোমাকে বসতে বলব না মৌমিত্র, বিশ্রামের চেয়ে শরীরের ঘাম অনেক কার্যকরী, মৌমিত্র সূর্যপথে হাঁটতে থাকো আর কবিকে একটু নখের আদর দিও, ঠোঁটের আদর দিও, মনের আদর দিও, চোখের খুব কাছে এসে তোমার দৃষ্টির চারা রোপন করে দিও মৌমিত্র আমার, চোখের খুব কাছে এসে হৃদয়ের আকাশে পাখি হয়ে উড়ো।

গভীর রাত হলে মনে গুলিয়াখালী সমুদ্র সৈকতের সুতীব্র আচুংকা আচুংকা শব্দ কবির কানে আসতে থাকে, কবির তখন কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না। কবি তখন আকাশের দিকে তাকায়, মাটির দিকে তাকায়, গাছের দিকে তাকায়, বাতাসের প্রবাহ উপলব্ধি করতে চায় কিন্তু কবি তখন পথহারা পাখির মতো কাকে যেন হারিয়ে কাকে যেন খুঁজতে থাকে হামাগুড়ি দিয়ে কায়মনোবাক্যে।

কেউ না জানলেও আমি জানি কবি তখন কাকে খুঁজে। কবি একমাত্র তোমাকে খুঁজে মৌমিত্র, একমাত্র তোমার ছায়ায় কবি প্রানমোহনা নির্মান করবে বলেই অনেক অনেক ঔষধি সকাল নষ্ট করে প্রত্যাশায়।

তুমি কবির সূর্য মৌমিত্র। মৌমিত্র তুমি কবির সেই সূর্য হও যা কবির পৃথিবীতে সুন্দর একটা ভোর নামায়, নামায় একটা সুন্দর ফুটফুটে সকাল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন