রবিবার, ১৮ মার্চ, ২০১৮

পশু তবে গালি হলে মানুষ তবে কী

মানুষ মানুষের কাছে যাওয়ার জন্য বহুরূপী বহুরকমের নামসেতু ব্যবহার করে-- কাকা, মামা, ভাই, দাদা, বোন, মাসি ইত্যাদি ইত্যাদি। অথচ যে পশুকে গালি হিসাবে ব্যবহার করি আমরা সেই পশুপরিবারে কোনো রকমের নামসেতু নাই। পশুকে খাবার জমা করার প্রয়োজন হয় না, আবার অতিরিক্ত খাবার খেয়ে হাসপাতালেও তাকে যেতে হয় না। মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন ভালো থাকার অভিনয় করে আর পশুরা যতদিন বেঁচে থাকে বেঁচেই থাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন