মানুষ যন্ত্রকে বিশ্বাস করে, মানুষকে না। তাই যন্ত্র হতে ইচ্ছা করে।কিছু হয় বা না হয়, আস্থাশীল তো হয়ে উঠবো। কিন্তু যন্ত্র তো সর্বকালের দাস। আমি কী দাস হতে চাই। না! দাস হয়ে আছি, মানতে পারছি না। আবার ভাবি, যন্ত্রও তো মানুষ। মানুষের সন্তান। আসলে আমরা জাদুর জগতে বসবাস করি। যেখানে আমরা ছায়া। আর ছায়াকেই বিশ্বাস করি, ভালোবাসি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন