শনিবার, ২২ মার্চ, ২০১৪

আপনি, তুমি

সম্ভোধন ভাষার গুরুত্বপূর্ণ এলাকা। ব্যক্তির সাথে বক্তার সম্পর্ক, সম্পর্কের সাথে সম্পর্কের এডাপশন উঠে আসে সম্ভোধনের মাধ্যমে। বাংলা ভাষায় 'আপনি ' তিনি ' সম্ভোধন  শ্রদ্ধার জায়গা থেকে বিচার করা হয়। যে শ্রদ্ধায় এক ধরনের ভক্তি থাকে। এক ধরনের দাসসুলভ মনোভাব থাকে। 'তুমি'তে থাকে শৃঙ্খল থেকে বের হয়ে আসার প্রবনতা। কাছে আসা। তবে এই কাছে আসা বিনয়ের ভারে ন্যুব্জ।বিন্যস্ত  বিনয়ের মোড়কে আধিপত্যও এখানে লক্ষ্য করা যায়। 'তুমি'কে প্রীতিময় এলাকার বাসিন্দাও বলা যেতে পারে ।অর্থাৎ  'তুমি' আর 'আপনি'তে থাকে পূজা গ্রহণ-প্রদান  মানসিকতার পুরো শরীর।তুই সম্ভোধনটি  স্পর্শকাতর। গুরু-শিষ্য ভাব চলে আসে। সবচেয়ে বড় কথা শোষণের ঘ্রাণ পাওয়া যায়। বাস্তবিক শোষণ।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন