পাতাছেড়া ফুল জানে দুঃখ তার কত
নদীছাড়া জল জানে বেদনা হাওয়া যত
ফুল দিনশেষে গন্ধে মিশে
জল তুলে ঢেউ সাগরের দেশে
গন্ধ ছন্দ বাহারি খেলা
ঢেউ জল বল প্যারাডক্স বেলা
ফুল ফল পাতা নিয়ে সময়ের ঘর
বেদনার সাগরে জাগে আনন্দ চর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন