শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৯

আমাকে কোনো কারন জিজ্ঞেস করা যায় না

যে কোনো কারনে আকাশে ফাটল দেখা দিতে পারে
যে কোনো কারনে আপনার উঠোনে নামতে পারে মেঘভর্তি আকাশ

যে কোনো কারনে আপনার প্রেমিকা যেতে পারে হোটেলে অনেক রাতে যে কারো সাথে কিংবা ছিমছাম ফ্লাটের হেরাম বিছানে

যে কোনো কারনে রাস্তাঘাট ফুটপাত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা হতে পারে আজ থেকে কিংবা যেকোনো পবিত্র বার থেকে

শবে বরাতের রাতে বৃষ্টির ফোঁটা পরতে পারে অনেকগুলি কোনো কারন ছাড়াই

সকালে সূর্য উঠার আগে আপনার প্রেমিকার বাম স্তনের ঠিক নিচে দেখতে পাবেন পাহাড় থেকে নেমে আসা বিছনাকান্দির পাথর

কোনো কারন জিজ্ঞেস করবেন না
আমাকে কোনো কারন জিজ্ঞেস করা যাবে না

স্কুলের শিক্ষকদের হাতে দেখবেন চক ডাস্টারের পরিবর্তে সেনাবাহিনী সেনাবাহিনী কুচকাওয়াজ

মিছিলে দেখবেন স্লোগানের প‌রিবর্তে মিডিয়া মিডিয়া টিআরপি

সবচেয়ে কালো মেয়েটা সাগরের দিকে হাঁটা শুরু করবে

হঠাৎ করে মানুষ শুরু করবে একটানা অনেকদিন ঘুমানো কিংবা জেগে থাকার প্রস্তুতি

কোনো কারন জিজ্ঞেস করবেন না
কোনো কারন অন্তত আমাকে জিজ্ঞেস করা যায় না

বিবাহিত পুরুষ ঘর ছেড়ে বাইরে বের হয়ে আসবে আর ঘরে থাকবে পরকীয়া ঠোঁট
চরে নামবে মধ্যরাত্রির জোছনা
ঘরে নামবে সূর্যকালীন আলোচনা
দেবল আলোচনা চলে যাবে দেবারির গোলপোস্টের এক কোনায়
বৃষ্টি হবে
মেঘ হবে
পাহাড় হবে
প্রেগন্যান্সি বাড়বে
সন্তান কমবে
জনগন বাড়বে
মানুষ কমবে
শীতের হাতে দেখা যাবে গর্ভবতী রাতবিতান
হাইড্রোজেন গুহায় গিয়ে সংসার করবে অনেক দিন পর পর
মথুরা বাজারে মিষ্টিসওদা বসবে
রাধা নয়
নয় কৃষ্ণ
সিংহ কিংবা বাঘের বাগানে গন্ধ নিবে মানুষ

'কেন কী ' বলে আমাকে কোনোকিছু জিজ্ঞেস করা যাবে না
আমাকে অন্তত কারন জিজ্ঞেস করা যায় না

৬টি মন্তব্য:

  1. কবিতাটি এক বছর আগে কবি আয়াতি লতার আবৃত্তি শুনেছিলাম। এখনো কানে বাজে। প্রায়ই কবিতাটি নিজে নিজে আবৃত্তিকরার চেস্টা করি। অসাধারণ একটি কবি।।

    উত্তরমুছুন
  2. ভাল লেগেছে। সব সময়ই তোমার লেখা থেকে শিখি।

    উত্তরমুছুন