রাতে দাঁত ব্রাশ করা থেকে সাবধান! আপনার মুখের ভেতর যে পোকারা আছে আপনি তাদের রাজা। আপনি ঘুমিয়ে গেলে প্রজারা ঘুম থেকে জেগে ওঠে এবং দাঁতের ভেতর, মাড়ির আশেপাশে যে খাবার জমা থাকে তা খেয়ে তারা ঘুমিয়ে যায় শান্তিতে। ফলে আপনার দাঁতও থাকে অক্ষত।
আর যদি আপনি ব্রাশ করে দাঁত পরিষ্কার করে ফেলেন তাহলে মহা বিপদ। প্রজারা এসে খাবার পায়না। ফলে তারা বিদ্রোহ করে বসে। রাজ্যের প্রধান প্রাচীরে (দাঁতে) আঘাত আনে। আঘাতে আঘাতে আপনার দাঁত, আপনার মাড়ি ক্ষমতাচূত হয়ে পড়ে। আর একবার ক্ষমতা হারালে আর ক্ষমতা ফিরে আসে না।
তাই রাতে ব্রাশ করা থেকে বিরত থাকুন, আপনার মুখের ভেতরের প্রজাদের খাবার নিশ্চিত করুন, তাহলেই আপনি অক্ষত রাজা থাকবেন আমৃত্যু।
আর যদি আপনি ব্রাশ করে দাঁত পরিষ্কার করে ফেলেন তাহলে মহা বিপদ। প্রজারা এসে খাবার পায়না। ফলে তারা বিদ্রোহ করে বসে। রাজ্যের প্রধান প্রাচীরে (দাঁতে) আঘাত আনে। আঘাতে আঘাতে আপনার দাঁত, আপনার মাড়ি ক্ষমতাচূত হয়ে পড়ে। আর একবার ক্ষমতা হারালে আর ক্ষমতা ফিরে আসে না।
তাই রাতে ব্রাশ করা থেকে বিরত থাকুন, আপনার মুখের ভেতরের প্রজাদের খাবার নিশ্চিত করুন, তাহলেই আপনি অক্ষত রাজা থাকবেন আমৃত্যু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন