বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯

উপকার বনাম অপকার

অনেকে বলে উপকারের ঘাড়ে লাত্থি। অনেকে না। আসলে এটি একটি গ্রামীন প্রবাদ। এই কথাটি আবার বিভিন্নভাবে অনুবাদ হয়। যার অর্থানুবাদ আসে এমন যে যার উপকার আপনি করবেন তার দ্বারা আপনার ক্ষতি হবেই। ফলত সমস্ত দোষ উপকারের ঘারে এসে পড়ে। তাই উপকার করা যাবে না বা উপকার করলেও ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা মাথায় নিয়ে যেন উপকার করা হয়।

        তারপর গ্রামীন মানুষ আপনাকে বিভিন্ন উদাহরন দিবে যাদের উপকার তারা করেছিল এবং উপকারের বিনিময়ে তারা পেয়েছে অপকার।

        এইবার আসি আসল কথায়। উপকারের কোনো দোষ নাই। উপকার করার মানসিকতা মানুষের মানুষ হয়ে ওঠার প্রাথমিক যোগ্যতা।

        ইঁদুর শীতে থরথর করে কাঁপছে। আপনি তাকে আপনার উষ্ণ কম্বলের নিচে আরাম করতে দিলেন। উপকার করলেন অবশ্যই।  ইঁদুর আরামও নিবে আবার আরামে আরামে আপনার দামি কম্বলও কেটে কুচিকুচি করবে।

        এক‌টি আম গাছ যত্নের অভাবে মারা যাচ্ছে। তাকে যত্ন করে সুস্থ করে তুললেন। অবশ্যই উপকার করলেন। একসময় আম কাছ আপনাকে ফল দিবে।

        ইঁদুরকে ক্ষতি করলেও সুযোগ পেলে সে আপনার ক্ষতিই করবে। আম গাছকে উপকার না করলেও সুযোগ পেলে আম গাছ আপনার উপকারই করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন