বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯

বাঙালি

বাঙালি কারো ভালো দেখলে হিংসা করে, কারো বিপদ দেখলে মজা করে, নিজে বিপদে পড়লে সবাইকে শত্রুজ্ঞান করে। বাঙালি যে নরকে থাকবে সেই নরকে কোনো পাহারাদারের দরকার হবে না।

নরকের পাহারাদার হয়তো বাঙালির কাছ থেকে প্রাথ‌মিক ট্রেনিং নিয়ে থাকে। বাঙালি মনে করে এক কখনো এক কোটি হতে পারে না, কিন্তু বাঙালি মনে করে না এক কোটি থেকে এক বাদ গেলে এক কোটি হয় না।

আজকে এক‌টি হিন্দি কবিতা শুনতে ছিলাম যেখানে কবি বলতেছে "যদি খোদা না থাকে তবে এতো জিকির কেন, খোদা যদি থাকে তবে এতো ফিকির কেন? "
বাঙালি জিকির ও ফিকিরের ফাঁদে আটকা পড়েছে। তাইতো তাদের যুক্তি মুক্তি শক্তি হিংসা আর মজার রেসিপি তৈরি করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন