তুমি ভাবছো এখন অনেক রাত
ঠিক এখন ঠিক এখনই আমি ভাবছি সকালের আর একটু বাকি
কেউ হয়তো ভাবছেন এখন চোখে অনেক অন্ধকার
কেউ আবার ভাবছে সূর্য জিনিসটা দিনের, তাই সে সার্বজনীন নয়
কেউ আবার ভাবছেন চাঁদ কেবল রাতের, তাই সে কমিউনিস্ট নয়
একটু পরে লোকটি অপারেশন থিয়েটারে ঢুকবে মানে আশানিরাশা এখন তার মনে
এই যে আমি একটা সাদা প্যান্ট আর সাদা গেঞ্জি পরে বসে আছি নরম বিছানায় তাতে তোমার কী?
তোমার কলেজিয়েট মেঘ ঠিকই রাষ্ট্র না মেনে পাহাড় ডিঙিয়ে জলে মিশে যাবে--
এরই নাম আবহাওয়া বার্তা।
পাট গাছের সাথে মিশে আছে আমাদের শৈশব, বিশেষ করে বর্ষাকালকে পাটগাছকাল বলা যেতে পারে। আমরা রচনা লেখতাম বর্ষাকালে পাটপঁচা গন্ধ আসে নাকে। এখন বর্ষাকাল। তোমার গন্ধ পাই রোজ রাতে। রাত মানে আমার কাছে দিন-- তোমার একটি ঘড়ি আছে, আমার আছে একটা, প্রত্যেকের ঘড়ি ঠিক আলাদা আলাদা।
ঠিক এখন ঠিক এখনই আমি ভাবছি সকালের আর একটু বাকি
কেউ হয়তো ভাবছেন এখন চোখে অনেক অন্ধকার
কেউ আবার ভাবছে সূর্য জিনিসটা দিনের, তাই সে সার্বজনীন নয়
কেউ আবার ভাবছেন চাঁদ কেবল রাতের, তাই সে কমিউনিস্ট নয়
একটু পরে লোকটি অপারেশন থিয়েটারে ঢুকবে মানে আশানিরাশা এখন তার মনে
এই যে আমি একটা সাদা প্যান্ট আর সাদা গেঞ্জি পরে বসে আছি নরম বিছানায় তাতে তোমার কী?
তোমার কলেজিয়েট মেঘ ঠিকই রাষ্ট্র না মেনে পাহাড় ডিঙিয়ে জলে মিশে যাবে--
এরই নাম আবহাওয়া বার্তা।
পাট গাছের সাথে মিশে আছে আমাদের শৈশব, বিশেষ করে বর্ষাকালকে পাটগাছকাল বলা যেতে পারে। আমরা রচনা লেখতাম বর্ষাকালে পাটপঁচা গন্ধ আসে নাকে। এখন বর্ষাকাল। তোমার গন্ধ পাই রোজ রাতে। রাত মানে আমার কাছে দিন-- তোমার একটি ঘড়ি আছে, আমার আছে একটা, প্রত্যেকের ঘড়ি ঠিক আলাদা আলাদা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন