মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮

আশ্বিনের গান ভাদ্র মাসে

সাদা রঙের ব্যবহার্য জিনিস আমরা ঘরে বা শরীরে কম আনি। কারন ময়লা বেশি হয়। ময়লার দেশে সব জিনিস সমানুপাতিক হারে ময়লা হয়। কিন্তু সাদা জিনিসে ময়লা বেশি দেখা যায়। আমরা চাই ময়লা থাকুক, তবে দেখা যেন না যায়। অর্থাৎ ময়লা নিয়ে ঘুরতে আমাদের সমস্যা নাই, দেখাতে যত সমস্যা।

সাদা রঙের জিনিস ঘরে আনার ব্যাপারে ইতস্ততবোধ থাকলেও সাদা চামড়ার নারী কিন্তু ঠিকই আমরা ঘরে আনতে চাই। সাদা চামড়ার নিচে মাথা আছে কিনা, মাথার মাঝে পর্যাপ্ত মগজ আছে কিনা তা জানার কোনো প্রয়োজন নাই। কারন ঘরে একটা সাদা জিনিস লাগবে যেখানে অন্ধকারের বিপরীতে একখান জোছনাময় আবেশ পাওয়া যায় অথবা ময়লাহীন একটা ব্যাপার স্যাপার থাকে। পরে দেখা যায় মগজহীন সাদা চামড়া নিজেই শ্রেষ্ঠ ময়লা যা পাউডার সাবান দিয়ে দূর করা যায় না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন