শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮

আমার ভীষন একলা লাগে

আমার ভীষন একলা লাগে
চাঁদমুখের হাসিও মনে দুঃখ আনে
সাগর জলে প্রান ভিজিয়ে শান্তি পাইনা
ভেতর মনে খুঁজতে থাকি নিজের আয়না
চায়ের কাপে রোজ নামে তুমুল ঝড়
আমিও তখন সবার মতো সবার পর
দূরদেশের ছায়ামানবী টানতে থাকে
অদৃশ্য তার মন্ত্রটান
কাছে গেলে পাইনা গান
দেয় না দেখা কই না কথা আমার সাথে
একলা লাগে একলা লাগে
হাঁটতে গেলে একলা লাগে
খাইতে গেলে একলা লাগে
দুপুর রাতে একলা লাগে
নদীর পাড়ে একলা লাগে
ভাসছি আমি একলা লাগার প্লাবন বন্যায়
মাছের মতো সাঁতার কাটি আমার কান্নায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন