চালক যখন পথ হারায়
যাত্রী তখন ভয়ে
শাষক যখন মত হারায়
বিপদ আসে ধেয়ে
সিরাজ শিকদার হত্যা হলো
হত্যা হলো তাহের
হত্যা হলো বঙ্গবন্ধু
হত্যা হচ্ছে হাসপাতালে গরীব কৃষক জাহের
একটু একটু হচ্ছে হত্যা সোনার বাংলাদেশ
কে তুমি আসল খুনি
নাড়ছো কাঠি ধরে ছদ্মবেশ
মুখোশ তোমার যাবে খুলে আজ নয়তো কাল
সোনার বাংলা ঠিকই বুঝবে তোমার শকুনি চাল
বাংলা তখন বাংলা হবে
উঠে যাবে জাতিধর্মভেদ
ভাষার ধর্ম রক্তের মতো
শেকড়ের প্রান এক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন