আমার আকাশ নগরপোড়া
রাষ্ট্র দাবালনে
সুবোধ তাই পালিয়ে গ্যাছে
আগুনধরা বনে
আগুন ধরাও
আগুন ধরাও
রাষ্ট্র পুরো ছাই
কে পুড়ছে কার ঘর
কে নিচ্ছে কার দায়
খেলবে শিশু শুনবে কিচ্ছা ভাবনা এমন মনে
দুধের গন্ধি শিশু এখন গুলির আন্দোলনে
আন্দোলন
আন্দোলন— দেখাও তোমার বুক
বাতাসভরা আহাজারি শিশুহত্যাশোক
মারছি আমি
মরছি আমি— চাইনি এমন দেশ
আশা স্বপ্নের ভাষার রক্তে সোনার বাংলাদেশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন