শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

আমার রাজা আমি রেজা

 নিজের খেয়ালে 

নিজের পৃথিবী 

চাইলে ভাঙি 

চাইলে গড়ি 

মানিনা রাজা 

হয়না প্রজা 

ভয় করিনা বিপদ সাজা 

থাকি হাসিমুখে সবুজ তাজা 

আমি দেবতা আমিই পূজারী

পূজা প্রার্থনা হয়না কাজা

ঠোঁটের মন্দিরে প্রিয়তমা মজা 

থাকি মনে মনে 

মনে যারে চায়

আলো হয়ে তার আধার টুটাই

অন্ধকারে ডুব দিয়ে থাকি 

তারার সাথে আলো হয়ে হাটি

প্রেমের বাজারে আমার ঘাটি

শিষ্টের পালন আমার স্বভাব

প্রকৃতির ছোয়া মনালি বিভাব 

বেদনা মানিক অধরা অভাব 

অসীমে চেতনায় আমার খুটি

মাথায় নিয়ে স্বপ্নের আঁটি

মনের মানচিত্রে পতাকা দেকি

সরাব মহল অপ্সরা সাকি 

রাজা হবো মুকুট আকি

ফুলেল বাহারে আমার শহর 

শান্তির বাগান মনমনোহর

সন্তান আমার দুধে ভাতে

কেউ হারে না 

কেউ না জিতে

প্রেমে প্রীতির পুর্ন স্রোতে

এগিয়ে দেশ শান্তিরথে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন