বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

যেতে হবে একেবারে

 হে পাতা, এতো ছবি তোল কেনো? অহংকার থামাও! তোমার আয়ু এক বছর! তারপর আবার মাটিতে পড়বে। তোমার আগে অনেকে গাছের সাথে থেকে অনেক ছবি তুলছিলো— তারা এখন মাটিতে আছে— তাদের তোলা ছবি আর অহংকার এখন তাদের শত্রু— হে পাতা বিনত হও। 


আমরা জানি, গাছ তোমার মধ্যে দিয়ে সূর্য থেকে শক্তি লাভ করে এবং আমরা এ-ও জানি এক বছরের বেশি গাছ তোমাকে রাখবে না— তখন গাছের নতুন পাতার দরকার হবে।


হে পাতা, তোমার সবুজ দেহ তোমার অহংকার নয়— তোমার আশীর্বাদ।


আশীর্বাদকে যারা অহংকারে রূপান্তর করে মহান প্রভু তাদেরকে বানর বানিয়ে দেন— আমরা যেনো বানর না হয়— হয় যেনো বিনয়ী সবুজ পাতা— ভুলে যেনো না যাই সূর্যের কথা। 


যে সূর্য তোমাকে খাবার দিতে পারে সেই সূর্যই আবার তোমাকে শুকনো জ্বালানিতে রূপান্তর করবে— তুমি ছাই হবে ছাই— ভেতরে ভেতরে— ভেতরে বাহিরে!


চলো, ছাই হওয়ার আগে আশীর্বাদের অভিশাপ— আর অভিশাপের আশীর্বাদের আয়াতে মন পাতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন