বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

যেতে হবে একেবারে

 হে পাতা, এতো ছবি তোল কেনো? অহংকার থামাও! তোমার আয়ু এক বছর! তারপর আবার মাটিতে পড়বে। তোমার আগে অনেকে গাছের সাথে থেকে অনেক ছবি তুলছিলো— তারা এখন মাটিতে আছে— তাদের তোলা ছবি আর অহংকার এখন তাদের শত্রু— হে পাতা বিনত হও। 


আমরা জানি, গাছ তোমার মধ্যে দিয়ে সূর্য থেকে শক্তি লাভ করে এবং আমরা এ-ও জানি এক বছরের বেশি গাছ তোমাকে রাখবে না— তখন গাছের নতুন পাতার দরকার হবে।


হে পাতা, তোমার সবুজ দেহ তোমার অহংকার নয়— তোমার আশীর্বাদ।


আশীর্বাদকে যারা অহংকারে রূপান্তর করে মহান প্রভু তাদেরকে বানর বানিয়ে দেন— আমরা যেনো বানর না হয়— হয় যেনো বিনয়ী সবুজ পাতা— ভুলে যেনো না যাই সূর্যের কথা। 


যে সূর্য তোমাকে খাবার দিতে পারে সেই সূর্যই আবার তোমাকে শুকনো জ্বালানিতে রূপান্তর করবে— তুমি ছাই হবে ছাই— ভেতরে ভেতরে— ভেতরে বাহিরে!


চলো, ছাই হওয়ার আগে আশীর্বাদের অভিশাপ— আর অভিশাপের আশীর্বাদের আয়াতে মন পাতি।

রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

সত্য যা মিথ্যা

 সত্য বললে উল্টো যায়

মিথ্যা বললে সত্য খায়

বাংলা

 নিজের ভালো বুঝতে কবে 

পারবে আমার বাংলা

রক্ত খেয়ে  বাঁচে যারা 

সামলা তাদের সামলা

শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

কারফিউ

আমার আকাশ নগরপোড়া

রাষ্ট্র দাবালনে 

সুবোধ তাই পালিয়ে গ্যাছে 

আগুনধরা বনে 

আগুন ধরাও 

আগুন ধরাও 

রাষ্ট্র পুরো ছাই 

কে পুড়ছে কার ঘর 

কে নিচ্ছে কার দায় 

খেলবে শিশু শুনবে কিচ্ছা ভাবনা এমন মনে

দুধের গন্ধি শিশু এখন গুলির আন্দোলনে

আন্দোলন 

আন্দোলন— দেখাও তোমার বুক 

বাতাসভরা আহাজারি শিশুহত্যাশোক

মারছি আমি 

মরছি আমি— চাইনি এমন দেশ 

আশা স্বপ্নের ভাষার রক্তে সোনার বাংলাদেশ

রবিবার, ৪ আগস্ট, ২০২৪

বাংলা হবে এক এবং একক

চালক যখন পথ হারায় 

যাত্রী তখন ভয়ে 

শাষক যখন মত হারায় 

বিপদ আসে ধেয়ে

সিরাজ শিকদার হত্যা হলো 

হত্যা হলো তাহের 

হত্যা হলো বঙ্গবন্ধু 

হত্যা হচ্ছে হাসপাতালে গরীব কৃষক জাহের

একটু একটু হচ্ছে হত্যা সোনার বাংলাদেশ 

কে তুমি আসল খুনি

নাড়ছো কাঠি ধরে ছদ্মবেশ 

মুখোশ তোমার যাবে খুলে আজ নয়তো কাল 

সোনার বাংলা ঠিকই বুঝবে তোমার শকুনি চাল

বাংলা তখন বাংলা হবে 

উঠে যাবে জাতিধর্মভেদ 

ভাষার ধর্ম রক্তের মতো

শেকড়ের প্রান এক

শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

আমার রাজা আমি রেজা

 নিজের খেয়ালে 

নিজের পৃথিবী 

চাইলে ভাঙি 

চাইলে গড়ি 

মানিনা রাজা 

হয়না প্রজা 

ভয় করিনা বিপদ সাজা 

থাকি হাসিমুখে সবুজ তাজা 

আমি দেবতা আমিই পূজারী

পূজা প্রার্থনা হয়না কাজা

ঠোঁটের মন্দিরে প্রিয়তমা মজা 

থাকি মনে মনে 

মনে যারে চায়

আলো হয়ে তার আধার টুটাই

অন্ধকারে ডুব দিয়ে থাকি 

তারার সাথে আলো হয়ে হাটি

প্রেমের বাজারে আমার ঘাটি

শিষ্টের পালন আমার স্বভাব

প্রকৃতির ছোয়া মনালি বিভাব 

বেদনা মানিক অধরা অভাব 

অসীমে চেতনায় আমার খুটি

মাথায় নিয়ে স্বপ্নের আঁটি

মনের মানচিত্রে পতাকা দেকি

সরাব মহল অপ্সরা সাকি 

রাজা হবো মুকুট আকি

ফুলেল বাহারে আমার শহর 

শান্তির বাগান মনমনোহর

সন্তান আমার দুধে ভাতে

কেউ হারে না 

কেউ না জিতে

প্রেমে প্রীতির পুর্ন স্রোতে

এগিয়ে দেশ শান্তিরথে