বাংলার কৃষক মরেছে দেখো
বাংলার ঘরে ঘরে
পুত্র আজ পিতার বিপক্ষে
বিলাসী গান ধরে
কৃষকের ঘামে পাচ্ছে সোনা বাড়ছে যাদের দাম
তাদের কাছে ঘৃণ্য জঘন্য কিষাণ কিষাণীর কাম
কৃষক কৃষি ডুবে গেলে
ডুবে যাবে দেশ
হাসিভরা মায়া কন্যার নড়বে না আর কেশ
গল্প লেখার সোনার কলম বাজবে না আর বেশ
সময় তোমার এখনই সময়
বাচাও কৃষক বাচো তুমি সোনার বাংলাদেশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন