কবি মরে না
কবি যা কিছু ধরে রাখে তাও মরে না
সে মারা পরে যে কবির সাথে থাকে না
সে মরে যায় যে কবিকে বুঝে না
কবিতার ঘর ভাবে সাজানো শান্তির মিছিল
কবির দরজায় মন পেতে পাথর হয়ে উঠে শ্যামল ছায়া
হয়ে উঠে তুলতুলে নরম মাহফিল
কবিতার কোনো বয়স নেই
সে বৃদ্ধ হয়ে জন্মে শিশু হয়ে খেলা করে ভাষার মাঠে
কবি জানে তার অতীত
কবি স্পষ্ট দেখতে পায় তার ভবিষ্যৎ
কবির কোনো ভয় নেই শঙ্কা নেই
নেই কোনো চিন্তার আঘাত
সময় থেকে কবির জন্ম
কবিতা স্বয়ং জরথুসত্র সময়
কবিকে ভালোবাসা হৃদয়ের উজান অনুভূতির অনুবাদ
নতজানু হৃদয় জানে কবিতা প্রেমের অনিবার্য প্রভাত
কবি মরে না
সুঘ্রাণে সৌন্দর্যে পৃথিবী মাতানো ফুলও ম্লান হয়ে যায়
হলুদ হয়ে যায় স্মার্ট সবুজ
কারণ সে কবিতা জানেনা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন