মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

বাসুদেব এবং তার অর্জুন

 আন্দোলন মিটিং মিছিল হচ্ছে না— বহু দেনা জমে গ্যাছে!


বাসুদেব— জনগণ তো ভালোই আছে। মিটিং মিছিল কেন করবে?


বিপ্লবী— জনগণ ভালো থাকলে আমরা ভালো থাকি না বাসুদেব।


বাসুদেব— আচ্ছা, তোমরা তাহলে জনগণের শোকও সহ্য করো না আবার সুখও সহ্য করো না।


বিপ্লবী— আপনি তো সবই জানেন। আমরা চাই জনগণ সুখ ও শোকে যেনো স্থির না হয়, তাদেরকে সুখ ও সাম্যের কথা বলে ফায়দা লুটি, আবার শোকের সময় তাদের পাশে আছি বলে ফায়দা লুটি। আমরা মূলত মানবতার নামে লুটতরাজ চালাই বাসুদেব।


বাসুদেব— তোমরা এই কাজ কেনো করো?  মাঠে নাম, ঘাম ঝরাও, পরিশ্রম করো।


বিপ্লবী— কথা বলে টাকা ইনকাম করতে পারি বাসুদেব, টাকাওয়ালারা দারুণ শোষক, শোষক ও শোষিতের মাঝখানে আমরা ছারপোকা বাসুদেব— ঘুমন্ত মগজ থেকে আমরা রক্ত খাই— দুই পক্ষ থেকে রক্ত চুষে খাওয়ার এমন সহজ পথ আর আমাদের জানা নাই বাসুদেব।


বাসুদেব— আমার কাছে কেনো আসলা? আমি কি করতে পারি?


বিপ্লবী— আপনার কাছে না এসে কই যাবো? হুজুরদের কাছে যাবো? হুজুররাও আমাদের মতো কথাজীবি, তারাও আপনার কাছে আসবে।  দেন না বাসুদেব, মিটিং মিছিলে আন্দোলনের ব্যবস্থা করে দেন না— কয়েকটা টাকা ইনকাম করি।


বাসুদেব মুচকি হাসলেন এবং একটি ইংরেজি প্রবাদ বললেন— He who saves the people is the king but he who saves the king is anonymous.


বাসুদেব— শীঘ্রই আমি একজন অ্যানোনিমাস পাঠাচ্ছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন