বুধবার, ২৯ জুন, ২০২২

হ্যালো দ্যা টাইম

 দুজন পাশাপাশি 

পাশাপাশি দুজনে যেনো গাছের দুটি নতুন পাতা 

উপরে আকাশ নীল পাহাড়ের মতো 

নিচে জলের শুতায়ল ধারা 

একদল বাতাস শরীরের পারাপার রেখা বরাবর 

মিষ্টি রোদ বৃষ্টি হয়ে ঝরছে চোখেমুখে 

গাঙচিলের মাছ শীতার্ত আয়ের উৎস জানে না 

মাঝি দ্যা ম্যান আকছে রিজার্ভ রিজিক 

আকছে রিজার্ভ রিজিক ডিঙি⛵ ধ্যানে নিবিষ্ট মনে

আমরা দুজন মনের নামাতা পড়ে পড়ে হয়রান 

আমরা দুজন লঙ্ঘনের বারান্দায় ফুলকুড়ানো স্বপ্নে

লঞ্চে চলছে নাবলা কথা-দুকথায় স্মৃতির আড়তদারি 

ভাবছি তুমি হবে আমার গন্তব্য 

অথবা 

আমি হবো তোমার গন্তব্য 

গন্তব্য জানার আগেই তুমি নেমে গেলে গন্তব্যে 

দেখতে দেখতে তুমি মিশে গেলে 

মিশে গেলে তুমি 

হয়ে গেলে আমার দেখা ছোটোবেলার আকাশ

আকাশে তখন মেঘ ☁ 

বৃষ্টি হচ্ছে 

হচ্ছে বৃষ্টি একটানা— আষাঢ় শ্রাবণ ট্র্যাজেডি 

একজন্মে বৃষ্টি কখনো ফিরে না মেঘে 

আকাশ কখনো ভিজে না রোদে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন