দেখার তৃষ্ণায় ব্যাকুল এ মন
পাওয়ার আশা শুন্যতে
দেখার আশায় পাল তুলেছি
কোথায় তুমি কোন দেশে
মনের আয়নায় তুমি উদয়
হওনা প্রিয় হওনা সদয়
মন আনন্দে নৃত্য ছন্দে
দেখার তৃষ্ণায় ডুবে রই
রঙ ছড়িয়ে রঙহীন তুমি
রঙহীন রঙে কেমনে চিনি
ভাটির কথা উজানে গিলি
এক দুই তিন চার সংখ্যা টানি
শুন্য সুন্দরে কেমনে মিলি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন