আহা!
আহারে প্রেম!!
গেলাম চলে দূরে বহুদূর
ছিলো আমাদের আকাশ এককালে
ছিলো বাতাস প্রানময় তোমার সুরে
আহা!
আহারে প্রেম!!
রোদে শুকায় জোছনায় জেগে উঠে
কালের খাতায় চর জাগে চক ডাস্টার স্বভাব
ভুলে গেলাম ভুলে গেলাম
মনফুল তুমিবন এখন ঢেউয়ের ঘরে দোল
আমার দারুন অভ্যাসের বিছানো অভাব
আহা!
আহারে প্রেম!!
চলে যায় ঝরা পাতা পথে
আনন্দ নৃত্য করে অনিবার্য শোকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন