বুধবার, ৬ জুলাই, ২০২২

দেখা অদেখা পৃথিবী

 পুরাতন। পিরিত পুরাতন। স্বাস্থ্যশীল পুরাতন। বহু জাগতিক পুরাতন পৃথিবী। মানুষের কল্পনার মতো যাচিত সনাতন পৃথিবী। কাচা পাতা বিক্রি করতে করতে জলের ছায়ায় কাপ্তাই মানুষ ভাসে— জলে স্থলে রসে কসরত ভঙ্গিতে প্রতারক মানুষ প্রার্থনার কথা বলে— অপরাজিতা ফুল ❀ দিয়ে চা হলেও আমার দুখ তোমার হয়ে যায় না— আমার দুখের কারন হতে পারো তুমি কিংবা তোমরা। আকাশে তারায় ☆ তারা যন্ত্র পাঠায়— তারা আকাশ বানাতে পারে না— আকাশের পাতে সূর্য একটা ডিম পারে— আর সেই ডিম খেয়ে বেচে থাকে যতসব বিজ্ঞানীফুল আর ফুলবানুর দল। আকাশ থেকে যতদূর মানুষের ঘর ততকাছে মানুষের মন— আকাশের সাথে দেখা হয় রোজ— দেখা হয় না দেখা হয় না কেবল মাটির উজ্জ্বল ব্রোর মনবাজারের প্রোজেনিটর সরলতার সাথে— রাখা হয় না রাখা হয় না খোঁজ— দ্যা স্কাই হেজ নো কালার— তোমায় নীল রঙের শাড়ি উপহার দিবো প্রথম রাতে — আমি পড়বো রেড চেড়ি কালারের পাঞ্জাবি— কাল বৃষ্টি হবে না— চোখে এখন পাহাড়ের মেঘ ☁— মেঘ ভাসে তুমি হাসো— তুমি হাসো আমি ভাসি— হাসতে হাসতে ভাসতে ভাসতে আমরা হয়ে উঠি চর— চর থেকে চারভাগ স্থল— তারপর পৃথিবী। পৃথিবী। পিরিত পৃথিবী। স্বাস্থ্যশীল পৃথিবী। মানুষের কল্পনার মতো স্থলমাতানো জলকাপানো মনমাতানো কাকত মামত পৃথিবী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন