শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

চাঁদ ফুল রানি

 আমিও তারে ভালোবাসি

তার সুখে আমি সুখী 

সে হাসলো আমিও হাসি 

সে ভাসলো আমিও ভাসি 

দূর পাহাড়ে উদাস মেঘের পাশে 

সন্ধ্যার পাখি নিঝুম নিথর বাতাসে 

বলে কথা ডানার ভাষায় 

পালকের নিচে তারে আমি লুকাই 

চাঁদের চাঁদ নাই জানি 

ফুলের ফুল নাই মানি 

চাঁদের দেশে 

ফুলের দেশে সে আমার চাঁদ-ফুল রানি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন