জানালার পাশে সবুজ মাঠ
মাঠের পাশে পানসে নদী
পানসে নদীর পাশে বাস করে কোনো এক কবি
কবিকে বলি নিয়ে আসতে
নিয়ে আসতে দরজার পরপাশের মতো অন্ধকার
কবি নিয়ে আসলো
নিয়ে আসলো বৃদ্ধ দাদুর দাঁতের মতো স্মৃতিধরা পতাকা
প্রেমিকাকে বলেছিলাম
বলেছিলাম কোনো এক আশ্চর্য সহনশীল সন্ধ্যায়
দেবদারু গাছের নিচে বিনয় ভবনের রাস্তার পাশে
কাবা শরীফের পাথরে চুমু দেয়া হয়নি আমার
চুমুু দিয়েছি তোমার ঠোঁটে
রোপন করেছি তোমার ঠোঁটে চব্বিশ ঘন্টা
অর্জনযোগ্য সব তেলাওয়াত
দ্রোপদী মহাভারত সূরা আলাক
সব শর্ত মেনে আমাকে দাও দূরদ্বীপে সাগরের বুকে স্বপ্নমাখা এক ছায়া— এক হাসিমাখা সৌহার্দ আশ্রয়
প্রেমিকা আমাকে দিলো আইন কানুন
দিলো নিয়মেধরা কাঁটাতার পতাকা সংবাদ প্রবঞ্চনা
কৃষকের লাঙলের কাছে আশ্রয় নিলাম
তাকেও বলি
এনে দাও সবুজ হাসি আর মাঠভর্তি প্রজন্মের আশা
কৃষকের লাঙল এনে দিলো
এনে দিলো তামাশার সূর্য অলসতার ঘুম
বাউলের দুতারায় আস্থা রাখি কিছুক্ষন
বাউলও খাবার মাছের সন্ধানে ভুলে যায় নদীর জীবন
ভাবের সুরে উদারায় তুলে দর্শন বাউন্ডারি
কার কাছে বলি
কার কাছে রাখি
কার বুকে রোপন করি পৃথিবীর আশা
স্বপ্ন সত্য সুখ কথা
কার কাছে যাবো নতুন হয়ে
ফুল হয়ে গন্ধ বিলাবো আত্মার ছায়ায়
প্রিয়
কাল সকালে নিয়ে আসো
কৃষকের লাঙলের মতো একটি পতাকা
বাউলের দুতারার মতো একটি দেশ
প্রেমিকার অপেক্ষার মতো একটি মানচিত্র
আকাশের সীমানার মতো জ্যামিতিক সংবিধান
তারপর
তোমার ঘরে জন্ম হবে আমার
কাল সকালে সূর্য উঠার আগে
তোমার উঠানে কুয়াশাভরা ভোরে
একটি দেশ পৃথিবীর সমান
একটি হাসি তারায় তারায় আসমান
পল্লী কফি হাউজ, হাড়াসার
৮.৩০: ১৯/১১/২০২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন