সোমবার, ২২ নভেম্বর, ২০২১

শিশুদের চোখে শান্তি অবিরাম

 প্রতিনিয়ত খেলে যায় তারা— শিশুদের ঘর 

ভাঙেনা কখনো, কখনোই না 

ওঠেনি কখনো গড়ে শিশুদের খেলাঘর 

উচ্ছ্বাস উদ্বেগ আবেগ শুরু থেকে শেষ 

শূন্যকুম্ভ প্রান্তিক এলাকায় কোলাহল ভরপিন্ড ভরপুর 

পাথরের ডানায় আশার পালকে কোমলপ্রাণ ঘুম 

পেছন থেকে সামনে 

সামনে থেকে পেছনে 

মাঝামাঝি 

সামনে মাঝে 

মাঝে পেছনে— একই কথা একই কান্না তবু নতুন 

তারা নয়তো রাজা— রাজ্য আছে তাদের 

তারা নয়তো প্রজা— তারা রাজার উপরে প্রশান্তিদেশ 

রোদ উঠে 

অন্ধকার নামে 

কুয়াশায় দেখা মিলে প্রেমের ঝিলিক 

ঢেউয়ের তরঙ্গের শিশুদের নবান্ন হিড়িক 

তারা হাসে কান্নার মতো 

তারা কাদে হাসির মতন 

তারা ঘুমে যায় যেনো জেগে আছে 

তারা জেগে থাকে যেনো ঘুম ঘুম রতন 

নেই তবু আছে শিশুদের খেলাঘর 

শিশুদের চোখে নেই বানানো সমাজ 

থাকে নাতো সমাজ বানানো আপন সমাজ বানানো পর

শিশুচোখে থাকে মোহনার ত্রিকাল সাগর নদী দ্বীপচর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন