শনিবার, ২৮ মার্চ, ২০২০

খাতায় পাতায় লেখক যেমন

খাতা চিনে লিখতে বসুন
অখাতাতে নয়
নইলে ফাগুন আগুন হয়ে কপালেতে বয় ।।

সস্তা দামি অনেক খাতা বাজারেতে আছে
কিছু খাতা গন্ধে মাতাল ডাকে কাছে ডাকে
খাতা পেলেই লিখতে হবে এমনটা তো নয়
গন্ধ মন্দ জেনে তবে লেখক হতে হয়।।

কালি আছে কলম আছে আছে কালি রং
খাতার অনেক ধরন আছে আছে খাতার ঢঙ
রঙ-ঢঙ জেনে লেখক হলে থাকেনা তো ভয়
নইলে ফাগুন আগুন হয়ে কপালেতে বয়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন