সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯

কালিয়া নিষাদ

তারা ভরা আকাশ নদীর জলে
নদী ভরা জল আকাশ হলে
আমি তুমি ভেসে চলি সামাজিক ছলে
তবু ত কিছু মানুষ জেগে থাকে রোজ
জোছনাজলে চোখভাজা ভোজ
মিটিং চিটিং করে আলো কোসা নৌকা মাঝি
প্রেমিকার ঠোঁটে রাখে প্রেমরাত আজি
গহিনে জমা করে চাল ডাল ভাত
প্রভাতের ঘরে বসে হারামি রাত
ঢেউয়ের পর ঢেউ ভাঙে পদ্মার জল
আকাশে তারা নয় মানু‌ষের কল
আকাশ নদী হলে নির্বানে আমি
উজানে নদীর ডাক কালিয়া ভূমি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন