বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯

হঠাৎ যদি


ত্যাগেও সুখ আছে, ভোগেও সুখ আছে-- ভোগবাদীরা বলবে অন্য কথা


আপনার নাক খাড়া আমরা জানি-- তাই বলে কী যত্রতত্র নাক গলাতে হবে, আপনার নাক খাড়া নয় দেখাই যাচ্ছে--  যত্রতত্র নাক গলাতে আপনার লজ্জা হওয়া উচিত


কাছের মানুষ যখন জানতে চায় 'কেমন আছি' তখন নিজেকে অনেক দূরের মনে হয়, দূরের মানুষ যখন জানতে চায় না 'ভালো আছি কিনা' দূরকে দূর বলে বোধকরি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন