শুক্রবার, ১০ মে, ২০১৯

স্মৃতি বড্ড বেহায়া

স্মৃতি বড্ড বেহায়া
বারবার মগজে ভাসে চরের মতো
একফালি রোদ এসে কুয়াশার পাশে বসে
বিরাট এক বন্যা হয় দেশে দেশে

এই যে এই দেশের মানুষ চোখের বাইরে কিচ্ছু দেখে না
লুটপাট হচ্ছে আকাশ
লুটপাট হচ্ছে বাতাস
লুটপাট হচ্ছে কিস্তির চাল
লুটপাট হচ্ছে প্রিয়তমার নদীপাতা আঁচল

স্মৃতি কেবল ভেসে উঠে বারবার চোখের ভেতর মনের ভেতর সবুজ পথের বাঁকে এক কন্বের ইচ্ছার ভেতর
মুখ বন্ধ করে থাকলেই ইবাদত
মুখ খুললেই শহীদ
কারেন্ট জালে বনসাই করা কৃষ্ণচন্দ্রের বাড়ি
দূরে গিয়ে সুখে থাকলে ভালো
কাছে এসে কষ্ট পেলে ভালোর বদনাম

বৃষ্টি হলে গাছ ত জল পাবেই
রাজাদের প্রার্থনা কবুল হলেও সুন্দর আলী কানাডায় যাবে না
সুন্দর আলী জেলে মানুষ মাচোজীবন তার 
বিপ্লবীরা নিরাপদ বাক্যে কথা বলে যেন সহমত আর সংহতির বাজার
বেঁচে থাকার লোভ
স্মৃতি বড্ড বেহায়া সমাজ টমাজ বুঝে না
কেবল প্রেম দেখায় কেবল কাম দেখায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন