বর্ন শিখলেই শিক্ষার্থী হওয়া যায় না তবে পরীক্ষার্থী হওয়া যায়, বাংলাদেশের পরীক্ষার্থীর শিক্ষা থাকে কলমের মাথায় আর শরীরের মাথায়। মাথা টু মাথা। ফলে মাথায় শিং গজায়, শিং দিয়ে গুতা দেয়। এ এক আজব গুতাগুতি খেলা। মহান মাস্টররা এই গুতাগুতি খেলার সম্মানিত আম্পায়ার, মাঝেমধ্যে তারাও বেম্পায়ার হয়ে গুতাগুতি খেলায় অংশগ্রহন করে থাকেন-- তাতে সুবিধা লুটে হাতি মার্কা সাবান।
অপমানবোধ এখানে প্রবল। এক এক জনের অপমানবোধ দেখলে মনে হয় যেন তারা মানুষ নয় পারমানবিক গবেষণা কেন্দ্র-- শীঘ্রই শুরু করবে বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ উৎপাদন ত পরের কথা, ঘরের সামনে যে বিদ্যুতের পিলার রয়েছে অপমানবোধ দিয়ে তাই ধবংস করে দেয়।
আপনাদের ফসলের জমিতে আগাছা জন্মাতে দেন না, তাহলে চিন্তার জমিতে এতো নেগেটিভ পরগাছা কেন?
অপমানবোধ এখানে প্রবল। এক এক জনের অপমানবোধ দেখলে মনে হয় যেন তারা মানুষ নয় পারমানবিক গবেষণা কেন্দ্র-- শীঘ্রই শুরু করবে বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ উৎপাদন ত পরের কথা, ঘরের সামনে যে বিদ্যুতের পিলার রয়েছে অপমানবোধ দিয়ে তাই ধবংস করে দেয়।
আপনাদের ফসলের জমিতে আগাছা জন্মাতে দেন না, তাহলে চিন্তার জমিতে এতো নেগেটিভ পরগাছা কেন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন