মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

তোমার নামে নদী কিনবো

আমি একটা আকাশ কিনবো নদীর পাড়ে
চাঁদের আলোয় তিল বসাবো নীলের গায়ে
হলুদ কালার আলো থাকবে জল বরাবর
জলের নিচে মাছের আবাস সুখ তরাতর
বৃষ্টি এলে প্রেমের চালে শব্দ হবে
চুলগন্ধ ফুলের চালে নাকে যাবে
সবুজ একটা পাহাড় নামবে দূর জানালায়
মেঘের একটা নহর নামবে ঘাটু ঝরনাগায়
মধ্যরাতে তারার দল
রীতিমতো দিবে কল
সবুজ হাসি মনের দেশে
উঠোন পথে চলবে হেসে
আঙ্গুল আমার তোমার ক্ষেতে
করবে চাষ রাত বিরাতে
সবুজ একটা আলো এসে
পড়বে তোমার নরম ঠোঁটে
আমি তখন গরম বাতাস
শরীর তোমার তুলার তাস
আমি একটা বাড়ি করবো নদীর জলে তোমার সাজে
ঠিক তখন আমার আকাশ সজল এক প্রেমের লাজে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন