মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮

কবর

সব নদীতে একই জল
সব জলে নাই পদ্ম কমল
সব আকাশে একই নীল
সব নীলে নাই মজনু মিল
সব মানুষের একটাই মন
কেউ সুজন কেউ কুজন
কেউ আবার জলদেশে অবাধ্য এক বিল
কেউ আবার নীলাম্বরী ডাকাতবেশী চিল
সবাই যখন সবার মতো চলছে রাতদিন
আমার মনে কবরগুলো বাজায় মৃত্যুবীন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন