রবিবার, ২২ জুলাই, ২০১৮

ফরমালিন

চাচার নাম ওসমান। চাচার সাথে কথা হচ্ছে। চাচা মাছে ফরমালিন দিচ্ছে। আমার চোখে পড়ে।

চাচা আপনার কয় মেয়ে?

এক মেয়ে।

একটা কথা বলি মাইন্ড করবেন না ত?

না বাবা, বলো।

আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন?

না বাবা।

যে আপনার মেয়ের স্বামী হবে সে ত আপনার মাছ খেতে পারে, যেহেতু আপনি মাছটা বিক্রি করবেন।

হুম, খেতে পারে।

ফরমালিন দেয়া মাছ আপনার মেয়ের স্বামী (যে হবে) খেতে পারে, যেহেতু আপনি জানেন না আপনার মেয়ের স্বামী কে হবে।

হুম, খেতে পারে।

তাহলে ফরমালিনযুক্ত মাছ কী বাইরে দিচ্ছেন না নিজের ঘরেই নিয়ে আসতেছেন পরোক্ষভাবে?

বাবা, এইভাবে ভাবিনি কোনোদিন।

চাচা ভাবেন, ভেবে কাজ করলে পরকে পর ভাবা যায় না, প্রত্যেক পরই বিভিন্নভাবে আমাদের আপন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন