আমার বন্ধুদের অনেকেই অফের বল লেগে খেলতো, আবার স্ট্রেটের বল অফে খেলতো, কেউ কেউ লেগের বলও অফে খেলতো, অনেকে আবার ইউর্কা লেন্থের বলকে ফোল টাস করে খেলার চেষ্টা করতো-- তাতে তারা দুচারটে বাউন্ডারি যে পেতো না এমন না, পেতো। তবে আউটই হতো বেশিরভাগ সময়।
ক্রিকেট খেলা এমনিতেই অনিশ্চিত খেলা, আর বলের টু দ্যা পয়েন্ট খেলতে না পারলে ত আরও অনিশ্চিত।
ক্রিকেটের চেয়েও অনেকগুন বেশি অনিশ্চিত মানুষের জীবন। জীবনেও অনেক ধরনের বল আসে-- উপদেশের বল, অনুরোধের বল, হিংসার বল, প্রেমের বল, বিরহের বল, তোষামদী বল ইত্যাদি ইত্যাদি।
মনকে তাই জানতে হয় কোন বল কোন দিকে খেলতে হয়, ভুল দিকে খেললে বাউন্ডারি হতে পারে মাঝেমধ্যে কিন্তু আউট হবার সম্ভাবনাই বেশি।
ক্রিকেট খেলা এমনিতেই অনিশ্চিত খেলা, আর বলের টু দ্যা পয়েন্ট খেলতে না পারলে ত আরও অনিশ্চিত।
ক্রিকেটের চেয়েও অনেকগুন বেশি অনিশ্চিত মানুষের জীবন। জীবনেও অনেক ধরনের বল আসে-- উপদেশের বল, অনুরোধের বল, হিংসার বল, প্রেমের বল, বিরহের বল, তোষামদী বল ইত্যাদি ইত্যাদি।
মনকে তাই জানতে হয় কোন বল কোন দিকে খেলতে হয়, ভুল দিকে খেললে বাউন্ডারি হতে পারে মাঝেমধ্যে কিন্তু আউট হবার সম্ভাবনাই বেশি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন