সমাজে যখন প্রচুরতম গাধা তৈরি হয় তখন সে গাধাদের মধ্যে থেকে অনেকতম সিংহের প্রয়োজন অনুভব করে
পাখির চেয়ে পাখার ওজন বেশি হলে সে পাখি আর উড়তে পারে না
কুয়ার ব্যাঙ সাগর চিনলেও কুয়ার প্রশংসা করবে। কারন কুয়াতে বাস করতে যোগ্যতা লাগে না, সাগরে বাস করতে যে যোগ্যতার প্রয়োজন হয়
এহেন জামানায় আল্লা দাবি করলেও বান্দা পাওয়া যাবে এবং সেই বান্দারা আবার সেই আল্লার নিন্দাও করবে
পাখির চেয়ে পাখার ওজন বেশি হলে সে পাখি আর উড়তে পারে না
কুয়ার ব্যাঙ সাগর চিনলেও কুয়ার প্রশংসা করবে। কারন কুয়াতে বাস করতে যোগ্যতা লাগে না, সাগরে বাস করতে যে যোগ্যতার প্রয়োজন হয়
এহেন জামানায় আল্লা দাবি করলেও বান্দা পাওয়া যাবে এবং সেই বান্দারা আবার সেই আল্লার নিন্দাও করবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন