রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

ইঙ্গিত

 ভুলে যাওয়া পাখি

  আলো ঝিকিমিকি 

    সন্ধ্যা রাতের কথা 

      মনে পড়ে কী 

       একা তারে বসে 

         হাওয়া খেতে খেতে 

           কার কথা ভাবো 

            অতীতে অতীতে 

             যাকে তুমি চাও 

               নাপেয়ে পেয়ে যাও 

              জোছনার মতো জল 

            আলোতে আলোতে 

           মনের গহীনে

         আরও গোপনে

      প্রকাশ হলে ভালো 

     চলিতে চলিতে

   অচেনা অজগর বোধ 

  চোখের পেছনে রোদ 

ফিরিতে ফিরিতে

ক্লিয়ার হলে ভালো 

যতসব কর্ম

মান অভিমান বর্ম 

বলিতে বলিতে

রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

তরল

 


না করলে মনে হয় 

আকাশ যেনো আমার উপর ভেঙেপড়া রোদ

করলে মনে হয় 

মেঘ যেনো বৃষ্টি হয়ে তরল প্রতিরোধ

শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

কাচুলি সন্ধ্যা



কাচুলি সন্ধ্যা উদাম করো উদার অন্ধকারে 

সুরকি মানুষ তোমার জলে বাতাস নড়েচড়ে 

হাওয়া ওগো হাওয়া ওগো আঘাত কেন করো 

ঘুমপাড়ানির প্রজা সকল কুয়াশা গল্প ধরো

ভূত নামবে 

জ্বিন নামবে 

নামবে রাতের ফুল

সাগর কোমড় খুজতে খুজতে পেছনে যাচ্ছে কূল

কূল নাই 

কিনার নাই— সর্বনাশা ডাক

লোভের নিচে লোভ লাগালো অলস দুপুর কাক

ধানের বীজ গানের বীজ কোথায় যেনো যাচ্ছে 

নূপুরপরা সন্ধ্যাতারা ☆ হাওয়ায় আলো মাখছে 

অমলধবল শাড়ির ভাজ অতীত গিলে খাচ্ছে 

এক মাঘে চেতনাশীত দারুণ অরুণ নাচছে 

ম্যাসাকারে আষাঢ়গীত রক্তবীজে বাজছে

একলা পাখি একলা আকাশ একা নীড়ে ফিরছে