মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

রসিক জানে জলের কথা

সঙ্গ পেলে রঙ্গ করি 

ঘুড়ি পেলে বাতাস 

জল পেলে মাছ হয়ে 

বানাই শখের আবাস


সখী পেলে সখা হয়ে 

খেমটা তালের ছন্দ লয়ে 

সুরের বারোমাস 

মাঠের পরে মাঠ পেলে 

রাখাল হয়ে গরুর পালে

রাধাঠোটে রসিক হয়ে করি কৃষ্ণবাস


উদার নদী আকাশ পেলে 

জলের মতো শরীর নিয়ে

করি আমিষ চাষ


প্রেমিক হলে সব ভুলে যাও 

কথার পাহাড় প্লিজ থামাও 

নেমে আসো আমার ঘরে

তোমার ঘরে আমারে নামাও

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন