বুধবার, ২০ মার্চ, ২০২৪

মনের শাসন

 পড়ো বন্ধু আমার 

পড়ো

আগে নিজেকে পড়ো

তারপর মন্দির মসজিদ ধরো


পড়েছো তো তুমি হাজার কিতাব 

হয়েছো মাশাল্লা জ্ঞানী

নফসের গোলাম তবু তো তুমি 

প্রতিদিন হচ্ছো খুনি


যাও 

যাও যাও 

যেখানে খুশি সেখানে যাও 

খুশির খেয়ালে বাশি বাজাও 

বাশির ভেতরে শাস্ত্র কিতাব যতো পারো পড়ো

ভেঙে গেলে চোখের দেয়াল 

দেখবে তুমি

বুঝবে তখন 

মুগ্ধতা নয় 

মগ্ন হৃদয় শান্তির বাতাস সবার উপরে বড়ো


পড়ো বন্ধু 

পড়ো

চোখের শাসন পারলে কমাও 

মনরে শাষন করো


মনের প্রেম নদী নামে সাগরে গিয়ে মিশে 

মন মিশে মনের সাথে দুই হবে আবার কিসে

অঙ্ক শেখার আগে বোকা বাস করে ভাগবিষে


পড়ো

নিজেকে পড়ে 

নফস যাবে তোমার মরে 

প্রেমের পথ তখন ধরে

সিজদায় গিয়ে অজ্ঞান হও

জীবিত নও

সুতরাং তুমি 

প্রশ্ন নয়

প্রেমের শর্ত 

মরার আগে প্রেমিক মৃত 

মরতে মরতে জীবন সৃজিলে

গুপ্ত হয়ে ব্যক্ত হলে

নিজের ভেতর নিজেরে নিখিলে

কষ্টে ধৈর্যের খেলা শিখিলে

কান পারে না নিতে চিলে

চিলের আগে চিল হয়ে

উড়ো মনের বিলে

নিজের সাথে নিজের হিসাব 

মিলাও তিলে তিলে 


আশেক চলে নিরব মিছিলে

মাশুক প্রকট মনের দেয়ালে 

আশেক সদা নিজের খেয়ালে 

নিজের খেয়ালে নিজেকে পড়ে 

জেনে নাও তুমি 

কেমন করে চান্দে হাসে 

চান্দের দেশের জোছনা নড়ে

কেমন করে জোছনা সুন্দর 

পৃথিবীতে এসে আবার মরে 

মরার আগে প্রিয় আমার বাচো নিরব ঘরে

মহান শান্তি অসীম বায়ু অরহৎ ত্যাগের চরে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন