রবিবার, ১৭ মার্চ, ২০২৪

আমি রেজার দেশে

 পাতাজীবন ধীরে চলে গাছে গাছে 

চলছে আকাশ এমন করে যেমন করে সময় 

মৃত্যু এক প্রভুর নাম অলিকা প্রেমের তথাকথা 

আগুনে হাওয়া তিলুয়া নগর 

বালুর বাড়ি

পাহাড় খেয়ে ঝর্ণা নদী জলে জলে

কাঠের ঘর

ঝর্নাশরীর নিয়ম ভেঙে খনিজ আলো 

কালা রে কালা 

কার শরীরে বসাও তুমি আদিম পেরেক?

রেলের পথে বিধান হয়ে লোকোমাস্টার 

সাদা অন্ধকারে ডুবে গেছে চক ডাস্টার 

চক ডাস্টার চক ডাস্টার কোথায় যাচ্ছো তুমি? 

শরীর থেকে শরীর হচ্ছে লোভের হাঙর তিমি 

বীজের ঘরে পোকার দেশ 

কোথায় যাবে দেশা?

সবাই যাবে সবার পথে— সমস্যা নেই 

সুগন্ধি ফুল বানানো আমি রেজার পেশা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন