সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

আমার প্রভু

 আমার প্রভুকে ডেকে জাগাতে হয় না— তিনি জেগেই থাকেন— আমি বরং প্রায়ই ঘুমিয়ে যাই— ঘুম থেকে জেগে গান ধরি না— কেমনে আমি নিতাই গঞ্জে যাই? আমি নিতাই গঞ্জে যাবো, না নিতাই গঞ্জ আমার কাছে আসবে তা আমার প্রভু ভালোই জানেন— বিশ্বাস করি তিনি উত্তম পরিকল্পনাকারী।


শুনেছি, না কানলে নাকি মাও দুধ দেয় না— মা পৃথিবীতে মানবিক গুন নিয়ে এসেছেন— মানবিক গুনের প্যারামিটার ধরে প্রভুর দয়া মাপতে যাবেন কেনো হে জ্ঞানী!? ডিম পারার পর মুরগির ডাক আপনার কাছে অসহ্য লাগে— আমার কাছেও। সৃষ্টির ডাক বুঝি না যে আমি সেই আমি স্রষ্টার ডাক বুঝে ফেলবো কেমনে বুঝলেন হে বক্তা!?


নীরবে যে ঝিনুক ব্যথা নিয়ে মুক্তা ফলায় তার কাছে বসে থাকি আরও নীরবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন