আমি দাড়ি আমি কমা
আমি পাপ আমিই ক্ষমা
আগে ছিলাম আলোর দেশে
এলাম এবার আজব বেশে
দেখতে দেখতে চিনবে না
চিনতে চিনতে দেখবে না
চিনতে গেলে সহজে
কমবে চাপ মগজে
কঠিন করলে জটিল হবে
বাড়বে ধোঁয়া এই ভবে
বরফ যেমন সূর্য পেলে
জলে মিশে আপন বলে
মিশেও যাও দয়াল চালে
দেখবে আকাশ সিজদা করে
সৃষ্টি ডাকে প্রনামভরে
মৃত্যু তোমার জন্ম নামে
পাখি হয়ে বসবে ধ্যানে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন