শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

আমাদের পোষা নদী

 আমরা একটা নদী পালবো 

সকাল বিকাল রাত দুপুরে 

দিবো চুমু নিয়ম করে 

নদীকে বেড়াতে নিয়ে যাবো

নদীর কান্না পেলে উপহার দিবো 

নদীকে উপহার দিবো সূর্য

দিবো আধার রাতের জোছনা 

নদীকে উপহার দিবো চৈত্র মাসের আশারি বৃষ্টি

নদীতে ভাসাবো থালার মতো প্রেমারি নৌকা 

একটা পাহাড়ও থাকবে আমাদের পোষা নদীর ঘরে

রাতে ঘুম ভেঙে গেলে 

গোধূলি নামলে চোখের ডানায় 

নদীর চুলে বেড়াতে যাবো তোমাকে নিয়ে

তোমাকে নিয়ে বসে থাকবো জলের পাড়ে অনেকদিন

বসে থাকবো— চোখে চোখে 

বসে থাকবো— হাতে হাতে 

বসে থাকবো— কথায় কথায়

আমরা জানি

হাসতে গেলেও কাটা লাগে এই সমাজে

আমরা জানি 

হাটতে গেলেও মুখে ধরে কথার ভাজে

তুমি আমি ঘর বানাবো সাগর ধরে নদীর পাড়ে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন