রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

কথার কোনো দেশ নেই

 জানো এই পাতা বিষ ছড়ায় 

তারপরও কেনো ছিড়তে গেলে

মরতে যদি এতোই স্বাদ 

পাতা কেনো মাটিচাপা দিলে

তারপরও তোমার কথার তাবিজ

ঝুলতে থাকে সুযোগ পেলে

ভাবছো তুমি উঠবে না সকাল

তুমি না জাগলে তবে

ভাবছো তুমি ডুববে না চাঁদ

তুমি না ঘুমাতে গেলে

উঠবে সকাল

ডুববে চাঁদ— এই নিয়ে তুমি ভেবো না আর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন