রাসুল (সঃ) বলেছেন, আল্লাহ তায়ালা বলেন-
“হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি নিজের অবসর সময় তৈরী কর ও ইবাদতে মন দাও, তাহলে আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্র ঘুচিয়ে দেব। আর যদি না কর, তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব কখনোই দূর করব না।
[তিরমিযী: ২৬৫৪, ইবন মাজাহ: ৪১০৭]
তাহলে আল্লাও কী হুমকি দেন!? তাহলে আল্লা আর আমগো আক্কাসের মধ্যে পার্থক্য থাকলো কোথায়!? আক্কাসও তো বলে— ' আমার কথা না শুনলে সবকিছু বন্ধ করে দিবো, তোমগো রে পাঠাই দিবো ভুট্টো সাহেবের দলে, বাংলাদেশে তোমগো ঠাই নাই'।
এমপি সাহেবের সামনে নিয়মিত হাজিরা দিয়ে মন নত না করলে এমপি সাহেবও দেখি তদবির টতবির হুনতে চান না— তাহলে আল্লার বৈশিষ্ট্য কী এমপি সাহেবের মধ্যে জন্মগত? আসলে এসব খুব কঠিন ব্যাপার! মাথায় সহজে আইতে চাই না।
হে আল্লাহ আমাকে ধৈর্য দাও— অহনি দাও!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন