সোমবার, ১৭ জুলাই, ২০২৩

ওগো নিস্তার নিস্তব্ধতা

 প্রিয়তমা আমার সবুজবীথি নিশিযাপন ওগো

আমাকে ফুলবাবু নয়— ফুটবল ভেবে

হেড মেরে পৌছে দিতে চাও গোলপোস্টে

দর্শকের হাততালি তোমাকে কনফিউজড করে

পরাজিত হও তুমি কৃষ্ণচূড়ার ফুলপাতা ছলে

আলো নয় বাতাস নয় আরও আরও মনোযোগ দরকার

ফুটবল যতটা গোল ততটা গোল নয় আমি

মানসিক সঞ্চয়

বিকালের হলুদ আলো

হঠাৎ সন্ধ্যা

বিকালের হলুদ আলো থেকে হঠাৎ সন্ধ্যা হয়ে গেলে

গোলকধাঁধা মেঘ ☁ বৃষ্টি ছেড়ে বাচে

জোয়ারে যা আসে ভাটায় তা ভেসে যায়

মাঠ ভিজে 

ভিজে গেলে মাঠ পরে থাকে মার্জিত ঘাস গোলপোস্ট

ফুলপাতা শাড়ি লিপিবদ্ধ ঠোঁট বৃষ্টিজলে ভিজে গেলো 

আমায় নিয়ে ঘরে ফিরো ফুলবাবু নয়— ফুটবল ভেবে

পা থেকে মাথা 

মাথা থেকে পা 

মাঝে মাঝে বুকে— তাও আশ্রিত মাটির গাছমতো নয়


গোলপোস্টে পৌঁছে দিতে পারলে সর্বার্থ জনম তোমার

সেইজন্য আমি প্রস্তুত— মূলত প্রস্তুত করা হয়েছে


তোমার পা থেকে যে ভাষা আমার দিকে তেড়ে আসে—

তাই আমার নিয়তি

তোমার মাথা থেকে যে কথা আমায় শেখানো হয়—

তাই আমার কর্ম

তোমার বুকে আমার জন্যে যতটুকু গন্ধ ফুটে—

তাই আমার প্রশান্তি


মাঝে মাঝে কেবল রাত নামে

অন্ধকারে চোখ বিছানা পাতলেও হাটা যায় না

হাটতে যে মনালো লাগে

লাগে আরও আরও মনোযোগ ক্যাফে

ফুটবল জানে—

তার দাড়ি চুল কথা চলে তোমার অন্তত ইচ্ছা লাফে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন