শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

ঐশ্বর্য সাতমহলা

 আশা নদীর পাড়ে বসে লিখি জীবনকথা

কৃষক আমি ফসল তুলে জয় করি সব ব্যথা

আষাঢ় শ্রাবণ বর্ষা আমার

জলজোয়ারে থাকি 

কষ্ট পেলে মনের কথা গপ্পেসপ্পে আকি


তোমরা যারা কৃষক কেটে বানাও রাতের সুখ

শাষণ তাপে সূর্য গলে ভাঙে আমার বুক 

মদের গ্লাসে মিছিল মিলন চলে এসিশোক 

শ্রমিক আমি ঘামে কথা মর্মে আমার দুক

তোমার চোখে গাধা আমি মূল্যহীন এক লোক


ষড়ঋতুর কালেও আমি ফসলঋতুর মানুষ 

তোমরা যারা উঁচু গলায় বাজাও পুতুল সুর

নও কৃষ্ণ

তোমরা আসল দুর্যোধনের হুশ


বেচে থাকলে বাচাও কৃষক বাচতে আমি চাই 

রাজা হবে কর্মে কৃষক ভেদাভেদ তার নাই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন