বুধবার, ২৯ জুন, ২০২২

হ্যালো দ্যা টাইম

 দুজন পাশাপাশি 

পাশাপাশি দুজনে যেনো গাছের দুটি নতুন পাতা 

উপরে আকাশ নীল পাহাড়ের মতো 

নিচে জলের শুতায়ল ধারা 

একদল বাতাস শরীরের পারাপার রেখা বরাবর 

মিষ্টি রোদ বৃষ্টি হয়ে ঝরছে চোখেমুখে 

গাঙচিলের মাছ শীতার্ত আয়ের উৎস জানে না 

মাঝি দ্যা ম্যান আকছে রিজার্ভ রিজিক 

আকছে রিজার্ভ রিজিক ডিঙি⛵ ধ্যানে নিবিষ্ট মনে

আমরা দুজন মনের নামাতা পড়ে পড়ে হয়রান 

আমরা দুজন লঙ্ঘনের বারান্দায় ফুলকুড়ানো স্বপ্নে

লঞ্চে চলছে নাবলা কথা-দুকথায় স্মৃতির আড়তদারি 

ভাবছি তুমি হবে আমার গন্তব্য 

অথবা 

আমি হবো তোমার গন্তব্য 

গন্তব্য জানার আগেই তুমি নেমে গেলে গন্তব্যে 

দেখতে দেখতে তুমি মিশে গেলে 

মিশে গেলে তুমি 

হয়ে গেলে আমার দেখা ছোটোবেলার আকাশ

আকাশে তখন মেঘ ☁ 

বৃষ্টি হচ্ছে 

হচ্ছে বৃষ্টি একটানা— আষাঢ় শ্রাবণ ট্র্যাজেডি 

একজন্মে বৃষ্টি কখনো ফিরে না মেঘে 

আকাশ কখনো ভিজে না রোদে

শনিবার, ২৫ জুন, ২০২২

প্রে মে র

 সূর্যের পৃথিবীতে তুমি আমি দূরের 

সময়ের পৃথিবীতে তুমি আমি প্রেমের

রবিবার, ১৯ জুন, ২০২২

রঙিন প্রচ্ছদে রঙহীন

 দেখার তৃষ্ণায় ব্যাকুল এ মন 

পাওয়ার আশা শুন্যতে 

দেখার আশায় পাল তুলেছি 

কোথায় তুমি কোন দেশে 


মনের আয়নায় তুমি উদয় 

হওনা প্রিয় হওনা সদয় 

মন আনন্দে নৃত্য ছন্দে 

দেখার তৃষ্ণায় ডুবে রই 


রঙ ছড়িয়ে রঙহীন তুমি 

রঙহীন রঙে কেমনে চিনি 

ভাটির কথা উজানে গিলি 

এক দুই তিন চার সংখ্যা টানি 

শুন্য সুন্দরে কেমনে মিলি

সোমবার, ১৩ জুন, ২০২২

Problem

 


You can love the problem— you can hate the problem— you are able to ignore the problem— the best way is loving the problem and very carefully trying within best level to solve the problem— otherwise you can ignore the problem very hopefully— Don’t let you sink in problems

ছটা

 দেহছায়ায় গন্ধ পাবো কদম ফুলে 

খুব সকালে তারই খুজে পেখম পেলে 

ঠোঁট তুলায় বৃষ্টিভরা নদীর দিনে 

ভাবছি তখন শব্দ হবো রঙিন টিনে 

রোপণ করে তোমার ভেতর আমি একটা 

গোপন হয়ে প্রকাশ হবো আলোর ছটা

সা ত পাচে

 চাঁদ যাবে না ঘরে 

জোছনা জলের শরীর খেলায় বাতাস নড়েচড়ে 

নড়ছে বাতাস কাপছে মন 

উদাস মেঘের গান 

অতীত আসে বর্তমানে ভবিষ্যতের টান

শনিবার, ৪ জুন, ২০২২

তা র কি চ্ছু হ বে না

আকাশে বাড়ি বানানোর পর

বাড়ি বানানোর কয়েকদিন পর

এবং 

দুইয়ের সাথে দুই যোগ করার পর

যোগফল যখন জনগণের বদলে সরকার হলো

তখন

ঠিক তখনই

পৃথিবীতে নেমে আসে জোছনার প্লাবন 

চোখে নাকে কানে সাদা আর হরিণ রঙের ফুলের মেলা 

দূর থেকে ভেসে আসে মানবাধিকার কান্না 

কান্নাকাটি সেরে তিনি চললেন পুরাতন বাড়ির খুঁজে 

বাড়ি মিলেও গেলো

মোবাইল রেকর্ড

দারুণ কাজ

জমজমাট ফেইসবুক ইউটিউব টুইটার

কেবল ফতুর হচ্ছে ভিখারি আবেগ 

গাছে পাতা না থাকলে তার কী? কিচ্ছু হবে না 

ব্যাংকে মেঘ না থাকলে তার কী? কিচ্ছু হবে না 

বাতাসে ভোর না থাকলে তার কী? কিচ্ছু হবে না

জমানো আলোতে তার চশমাচোখ পেয়ে যাবে পথ 

জমানো চালে তার ক্ষুধার্ত মুখ পেয়ে যাবে ঘাস 

জোছনার প্লাবন বাড়তে থাকবে 

শীতার্ত চোখে পাহাড় নেমে ভাসবে গরম জলে 

পর্যাপ্ত পরিশ্রম স্বার্থক করেছে আকাশের গল্পছাদঘুড়ি

জলপ্রেম দেখেছে হাজার বছর তারা ফুল ফুল 

গভীর স্রোতে উজানে টানা সাপ পাথর নুড়ি

বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

বুধবার, ১ জুন, ২০২২

বিশ্বাস

 পানসে নদীতে এখন জলের যৌবন। নৌকা থাকে ঘাটে সারি সারি। রাতে নৌকাড্ডা বেশ জমে উঠে। চাচ্ছি আজকে আমাদের আড্ডায় কুকুরটা অংশগ্রহণ করুক। বাড়ি গেলে যতক্ষণ ঘরের বাইরে থাকি ততক্ষণ সে আমাদের সাথেই থাকে। নৌকায় উঠা তার জন্যে টাফ। তাকে কেউ নৌকায় উঠা শেখায়নি। অথবা তাকে নৌকায় উঠাবে এমন বিশ্বাসযোগ্য লোক কুকুরটা পাইনি। আমি ভালো করেই জানি কুকুরটা আমাকে খুব বিশ্বাস করে। কারন আমি তাকে মিষ্টি খেতে দিয়েছি সে খেয়েছে, আমি তাকে আম খেতে দিয়েছি সে খেয়েছে, এমনকি আমি তাকে পেয়ারা খেতে দিয়েছি সে খেয়েছে। 


আজকে তাকে নৌকায় উঠাবো। খান ভাই আমার সাথে চ্যালেঞ্জ করেছে যে আমি কুকুরটাকে নৌকায় উঠাতে পারবো না। মুচকি হাসি ☺ দিয়ে চেষ্টা করতে থাকি। কুকুরটা যখন নৌকায় উঠে যাচ্ছে এমন সময় খান ভাই একটা বাশ কুকুরটার দিকে ছুড়ে মারে। কুকুরটা ব্যথা পেয়ে দূর সরে যায়। 


ভাই আপনি কাজটা ঠিক করেন নাই ঠিক করেন নাই! 


তারপর খান বলেন এক মহান কালোত্তীর্ণ কথা— 

" মানুষ আমারে বিশ্বাস করে না, আর তোরে কুত্তা বিশ্বাস করে ফেলবে, তা হতে দেবো না।" 


তারপর থেকে কুকুরটার নাম দিলাম 'বিশ্বাস'