রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

প্রথম অভিজ্ঞতা

 "ও সবচেয়ে ভালো খেলেছে কিন্তু ও মারে না"— কথাটি এমরানুর রেজা ভাই সম্পর্কে বলেছেন ওস্তাদ Abdullah Al Monsur । ওস্তাদের মন্তব্যটিতে আমি অবাক এবং বিস্মিত হয়েছি এবং বুঝতে পেরেছি ওস্তাদদের ফাকি দেয়া যায় না। তাহলে প্রশ্ন করতে পারেন যদি নাই আঘাত করেন তাহলে কেনো উশুর মতো লাইফ থ্রেটিং খেলা খেলতে গেলো এমরানুর রেজা ভাই। উত্তর একটাই অভিজ্ঞতা যুবকের মাধুর্য আর বৃদ্ধের সান্ত্বনা। 


জীবনে প্রথম হেড গিয়ার,চিষ্ট গিয়ার পড়লাম এবং মেটের মতো পাচোরা জায়গায় উঠলাম। হেড গিয়ার পরার পর মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসতেছে, তবু সাহস ধরে রেখে পাচোরা মেটে জীবনে প্রথম ফাইটার্স। 


বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে কারাতে ও জোডো করি কিন্তু উশু ফাইট সম্পুর্ন আলাদা জগৎ। টানা মেট প্রেকটিস না করে কখনো কোনো ন্যাশনাল গেইমে অংশগ্রহণ করা আবশ্যকীয় উপায়ে উচিত না। 


উশু একটা গেইম— মেটে উঠে কেউ সেটা মনে রাখে না— মনে করে বিপরীত খেলোয়াড় যেনো তার হাজার বছরের শত্রু— আরে ভাই দরকার পয়েন্ট— কাউকে ইনজুরি করার কেনো দরকার!?  সেনাবাহিনি, আনসার,বিজিপির খেলা ভালো লেগেছে — কারন তারা যখনই মনে করেছে অপোনেন্ট দুর্বল  তখন তারা কোনো হিট করেনি, জাস্ট পয়েন্ট নিয়েছে— কারন তাদেরকে গেইম কালচার শেখানো হয়। 


এই উশু সানডা মাইর খাওয়া বা মাইর দেওয়ার প্রতিযোগিতা নহে— এটি পয়েন্ট গেইমিং, তবে বাংলাদেশের কিছু প্লেয়ার গেইমরুল না জেনে আন্দাজি কিল-ঘুষি শুরু করে, এমরানুর রেজা  বিপরীত প্রতিযোগির বিরাট মুখ বিরাটভাবে খালি পাওয়া সত্ত্বেও আঘাত করেনি— কারন রেজা ভাই কাউকে আঘাত দিলে নিজে অধিক আঘাত পায়— তারপরও বিপরীত খেলোয়াড়ের মুখে আস্তে একটা পাঞ্চ করেছিলাম,তাতেই তার চোখমুখ বিবর্তন হয়ে যাচ্ছিল, তাই নিজ থেকেই আস্তে করে শেষমেশ সরে আসলাম। তবে এই খেলায় অংশগ্রহণ করে জীবনে এমন এক মূল্যবান অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি যা ভাষায় বলে প্রকাশ করা যাবে না।


Blue সাইডে আমি খেলতে নামি— কোনো প্রকার আঘাত করার মানসিকতা নিয়ে নয়— জাস্ট ডিফেন্স করে পয়েন্ট নিয়ে নেওয়া— দুই তিন বার বিপরীত খেলোয়াড়কে মেটে হুতাই দিছি— সে আমাকে দুর্বল করার জন্যে প্রথম থেকে বাম পায়ে একের পর এক কিক মেরে যাচ্ছিল— দুর্বল করার জন্যে কেনো বললাম — কারন 'নি' জয়েন্টের উপরে হিট করলে পয়েন্ট আছে,সে হিট করতেছিল 'নি' জয়েন্টের নিচে। কিন্তু সে জানেনা আমার 'নি' জয়েন্টের নিচের অংশে সাত আটবার হিট করলে আমার পা লোহা হয়ে যায়— একসময় দেখি ছেলেটা ভয় পেয়ে গেছে, আমার খুব মায়া হলো— এমরানুর রেজা ভাইয়ের মতো মায়াময় মন নিয়া কেউ যেনো উশুর মতো ফাইটিং বক্সিং গেইম খেলতে না নামে। ওস্তাদের কথাটি কানে লেগেছে— ' ও সবচেয়ে ভালো খেলেছে"— ভালোর আগে ওস্তাদ ব্যবহার করেছেন ' সবচেয়ে' নামক বিশেষণ যা আমার মনের ইতিহাসে চির আশীর্বাদ সূচকে চেষ্ট গার্ড বা গিয়ার হয়ে থাকবে।


#বঙ্গবন্ধু১৬জাতীয়উশুচ্যাম্পিয়নশিপ—২০২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন